POETRY - NRIPEN CHAKRABORTY - MUKTADHARA

কবিতা - মহা নিষ্ক্রমণ - মুক্তধারা

সাহিত্যের পাতা

POETRY - NRIPEN CHAKRABORTY - MUKTADHARA

মুক্তধারা

কবিতা

মহা নিষ্ক্রমণ
নৃপেন চক্রবর্তী

সমস্ত ঐশ্বর্য ও ভোগ- বাসনা ভাঙচুর করে
একজন মানুষ  ধীর পায়ে চলে যাচ্ছে...।

সব পড়ে রইলো।
পড়ে রইলো রাজ‌্য 
পড়ে রইলো রাজত্ব 
স্ত্রী পুত্র ও স্বচ্ছলতা !

সব পড়ে রইলো।

কুয়াশার ভিতর
সারা গায়ে ভোর গন্ধ মেখে
ধীর পায়ে  উদাসীন চলে যাচ্ছে সে...।


 

Comments :0

Login to leave a comment