POETRY | ANJU BANU | BUKER VITAR KAYAK INCHI | MUKTADHARA | 2025 MARCH 11

কবিতা | আনজু বানু | বুকের ভিতর কয়েক ইঞ্চি | মুক্তধারা | ২০২৫ মার্চ ১১

সাহিত্যের পাতা

POETRY  ANJU BANU  BUKER VITAR KAYAK INCHI  MUKTADHARA  2025 MARCH 11

কবিতা | মুক্তধারা

বুকের ভিতর কয়েক ইঞ্চি 

আনজু বানু


হাজার সূর্য উঠলেও জ'মে
যেখানে অন্ধকার
ফাঁকির মঞ্চে সেখানেই প্রণিপাত।
আবর্জনা সংগোপনে রেখে
মসৃণ প্রলেপ দিতে
চোখের মনি ধুয়ে নিতে 
মরুর বালি মাখে পাহাড়ি পথে হাঁটে।
প্রাণের বাজী রেখে ত্রিবেণী সঙ্গমে
স্বর্গ লোলুপ স্বপ্ন বিভ্রমে
মক্কা গঙ্গা রক্তে একাকার
তবু দাবার চালে মাতে।
মাইল মাইল দড়ি ফেলে ফেলে
শুধু উচ্চতাটাই মাপে
বুকের ভিতর কয়েক ইঞ্চি
মাপে না কোনকালে।
 

Comments :0

Login to leave a comment