POETRY | ANJU BANU | WHAT RIGHT OR WRONG | MUKTADHARA | 2025 APRIL 10

কবিতা | আনজু বানু | মহাকাল দেখ চেয়ে,কারা ছাই আর আটা এক করে দেয় | মুক্তধারা | ২০২৫ এপ্রিল ১০

সাহিত্যের পাতা

POETRY  ANJU BANU  WHAT RIGHT OR WRONG  MUKTADHARA  2025 APRIL 10

কবিতা | মুক্তধারা

মহাকাল দেখ চেয়ে,কারা ছাই আর আটা এক করে দেয়

আনজু বানু


আজ রাত্রি শেষে দু'চোখ ফোলা,
মাত্র কয়েক মাস,
বয়স বেড়ে গেছে কয়েক বছর।
অর্থ ছিল না কোনকালে,
থাকলেও হাঁটিনি বিনিময় পথে
তবু স্বপ্ন ভেসে গেল লোনা জলে---
কত নক্ষত্র পথে হেঁটে 
আশার সাবুদানা খেয়ে
কতরাত জাগা,দিন উপবাস 
ভিজে মাদুর সাক্ষ্য রেখেছে তার।
সব অক্ষরেরাও এসে দাঁড়িয়েছে
সাক্ষী দিতে।
কিছু লোলুপ জিব্হা কেড়ে নিল
বেঁচে থাকার আশ্রয়,স্বপ্নের জানালা।
মেধা বেচিনি কোন হাটে 
চেয়েছি শিক্ষকতার কাজটাই 
নিজস্ব যোগ্যতায়।
ওই আকাশের কোনে জেগে আছে
যত নিস্পাপ চোখের মণি
শুধু চোখ নেই কারও দেখার।
কোন স্বার্থের‌ লালায়
ছাই আর আটা মিলেমিশে
একাকার হয়।

Comments :0

Login to leave a comment