কবিতা | মুক্তধারা
শোনো ওই আহ্বান
অষ্টপদ মালিক
কমরেড সফদার হাসমি
মনের ক্যানভাসে ফুটে ওঠে
লাল লাল মেঠো ফুল
তাঁকে জন্মদিনের বুক ভরা শুভেচ্ছা জানায় ।
সফদার হাসমি হাতছানি দিয়ে ডাকে
আয় আয় আয় সবাই
পথে পথে ঘুরে ঘুরে
তোরা সবাই আয়
আজ "জন নট মঞ্চ "ভরিয়ে তুলি ।
ওই যে দিন আনা দিন খাওয়া মানুষজন
ডুকরে ডুকরে কাঁদছে
কাজ হারা হাজার হাজার বেকার দিশেহারা
আয় আয় সবাই ওদের জন্য
আবার "জানা নাটক " করি ।
কমরেড সফদার বলছে
আয় ভাই তোরা সবাই
বাঁচার হাতিয়ার আমাদের প্রতিবাদ
আয় আমার সঙ্গে আয়
চেতনায় শান দিয়ে মুক্তির পথে ছুটে যাই।
Comments :0