POETRY | BITHI KAR | ATHA SANGSAR KATHA | MUKTADHARA | 2025 MARCH 4

কবিতা | বীথি কর | অথ সংসার কথা | মুক্তধারা | ২০২৫ মার্চ ৪

সাহিত্যের পাতা

POETRY  BITHI KAR  ATHA SANGSAR KATHA  MUKTADHARA  2025 MARCH 4

কবিতা | মুক্তধারা

অথ সংসার কথা 
বীথি কর

একটা সাদামাটা জীবন। 
উলকাঁটায় বুনন তুলে ঘর ডিঙোবো,
গোটা শাঁখাপলায় কাটিয়ে দেব শতাব্দী।

এ-ফোঁড় ও-ফোঁড় আর মুসুরি ডালের ফোঁড়ন,
আঁশবটিতে মাছের ল্যাজায় বুড়ো আঙুল টিপে দেখি,
আমার ঘর-সংসারে ভাদ্রমাসের তালপাতার ছায়া।

মধ্যদুপুরে ভাতঘুমে নাক ডাকে পুঁইয়ের লতা,
উঠানে সারাদিন ম্যা ম্যা হাপিত্যেশ সুন্দরীর ছানা,
আমার ইহকাল যেন ঠাকুরঘরে শিবের জটায় চাঁদ।

এই জীবন সাধের উঠান, বাঁশের কাঁধে লোহার তার,
ঈষৎ ভেজা গামছায় সর্পিল চুলের গোছা,
একমাথা সিঁদুরের হুহু করে বাড়ে যৌবন।

আমার সাদামাঠা ছিমছিমে জীবন,
দুপুরের জলঢালা ভাতে ডালের বড়া অথবা
সুক্তানির তলায় জমে থাকা সর্ষে মৌরি পোস্তদানা।

সংসারে শীত নামে, শীতল হয় বিছানা কাঁথা 
অম্বলের অসুখ বাড়ে নিশুতি প্যাঁচার ডাকে
শরীরের শিরা-উপশিরা যেন শ্রাবণমাসের নদী।

বদ্যির সুটকেসে ঘটাং ঘটাং নাড়ির ওঠানামা
বাঁশে শরশর শব্দ , দাওয়ার আবছা আলপনা
একটা গোটা সংসার হরিবোল ধ্বনিতে হেঁটে চলে উত্তরের দিকে।

Comments :0

Login to leave a comment