POETRY | PALASH POREL | EIDER KHUSHI | MUKTADHARA | 2025 APRIL 1

কবিতা | পলাশ পোড়েল | ঈদের খুশি | মুক্তধারা | ২০২৫ এপ্রিল ১

সাহিত্যের পাতা

POETRY  PALASH POREL  EIDER KHUSHI  MUKTADHARA  2025 APRIL 1

কবিতা | মুক্তধারা

ঈদের খুশি
পলাশ পোড়েল

নীল আসমানে উঠলেই চাঁদ
স্বপ্ন আঁকে বুকে, 
ঈদের দিন আসবে তাই
খুশি সবার মুখে। 
ঈদের দিনে মাংস পোলাও
ফিরনি হরেক খানা, 
নিজেরমতো দান দেবো সবে
করবে না কেউ মানা। 
গরীবদের মসজিদ থেকে
দেবে সাধ্য মত, 
মনের মলিনতা দূর হোক
এটাই হোক ব্রত। 
ঈদ এলে তো সবার সাথে
ভাগ করে নাও দুখ, 
হাসলে ওরা হাসবে তুমি
এইতো ঈদের সুখ। 

Comments :0

Login to leave a comment