POETRY: MUKTADHARA — ARINDHUM GHOSH / 2 DECEMBER

কবিতা — মহাকাব্য / মুক্তধারা

সাহিত্যের পাতা

POETRY MUKTADHARA  ARINDHUM GHOSH  2 DECEMBER

মুক্তধারা

কবিতা

মহাকাব্য

অরিন্দম ঘোষ

কালোত্তীর্ণ অন্য একমহাকাব্য রচনার সকাল...

সংসারের অবিরাম ঘানিটানা বিবর্তনবাদের
নীতিকাহিনিমাখা বহুদিনের জং ধরা বন্ধজানালার  তাত্ত্বিক গবেষণা;
"মেঘে ঢাকা তারা"র উপাখ্যান, কান্না আর বিদেহি 
আর্তনাদ আর মনখারাপের বিকাল...
চোখকানের বিরাগভাজন চাপা খবরের ঝুলি।
আদুরে গলায় সুরগুলি সব গুনতে লাগল- এক এক্কে এক , একে চন্দ্র-দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, আদু আদু বেশ ভয়-ভয় মাখা বুলি।

সন্তানেরা কখন যেন অনেক বড় হয়ে গেছে!
আর তাদের নেই কোনো বায়না ;
 

Comments :0

Login to leave a comment