POETRY: MUKTADHARA — ASTAPADA MALIK / 28 NOVEMBER

কবিতা — কোলাজ / মুক্তধারা

সাহিত্যের পাতা

POETRY MUKTADHARA  ASTAPADA MALIK  28 NOVEMBER

মুক্তধারা

কবিতা

কোলাজ
অষ্টপদ মালিক

 

এক পেট খিদে
অর্ধনগ্ন বেশভূষা
আশ্রয়হীন মানুষ
পেটে কোন কালির আঁচর নেই
দীর্ঘ রোগভোগে ভুগছে
মানুষটা বেঁচে আছে বলে মনে হয় না !

ওকে মূর্খ অজ্ঞান বা অমানুষ যাই বলো
তাকিয়ে দেখো দেশের কণায় কণায়
এমন কোটি কোটি মানুষের মুখ দেখতে পাবে


ওদের যত বিশেষণে বিশেষিত করো না কেন
ওই বিশেষিত কোলাজ  দেশের মুখ ।

 

 

Comments :0

Login to leave a comment