POETRY: SHARAD MUKTADHARA — KAKOLI SAHA

কবিতা — বলো দুগ্গা মায় কি... / শারদ মুক্তধারা

সাহিত্যের পাতা

POETRY SHARAD MUKTADHARA  KAKOLI SAHA

শারদ মুক্তধারা

কবিতা

বলো দুগ্গা মায় কি...
কাকলী সাহা

কৈলাস আর কলকাতার মধ্যে তফাত বা কতটুকু, বুঁধিয়া জানে না।
সে-ও ঢাকের তালে কোমর তোলে, কোমর তার না- উঠুক কাঁসরে তাল ওঠে খুব। 
সবার সঙ্গে সঙ্গে সে-ও গলা ছেড়ে বলে, জয়!!

বাপের তালে তাল রেখে কাঠের লাঠি দিয়ে কাঁসরে তাল তোলা সোজা নয়।
পোলিওতে মাজা তার আর ওঠে না,
না-হলে কি কলকাতা আর কি কৈলাস!
সে-ও প্যান্ডেলে প্যান্ডেলে নেচে নেচে বলত, বলো দুগ্গা মায় কি.....

তবে কলকাতায় তার বেশ লাগে,
কত.. মানুষ! কত খাবার..! ধূপের গন্ধ..!ঢাকের শব্দ.... 
কাঁসর-ঘন্টা...!

পেট ভরে খায় ক-টাদিন....
বোনটার জন্য মন পোড়ে, মা-এর জন্য কান্না পায়,
তখন বুঁধিয়া আরও জোড়ে কাঁসর বাজায়।

ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, বুঁধিয়া।
ঘুমের মধ্যেই বলে ওঠে, বলো দুগ্গা মায় কি!
তখন খুশি উছলে ওঠে ওর চোখ-মুখে,
হয়তো সরু লিকলিকে পাদুটোও নেচে ওঠে,
হয়তো সে-ও বাপের মতোই ঢাকের তালে কোমর দোলায় আর,খুশিতে নাচে তার মন।

Comments :0

Login to leave a comment