প্রবন্ধ
আজ ২২ শে শ্রাবণে বিশ্বকবি রবীন্দ্র- প্রয়াণদিনে
অমল কর
মুক্তধারা
১৩৪৮ বঙ্গাব্দের ২২ শে শ্রাবণ ( ৭ই আগস্ট ১৯৪১ সাল) নোবেলজয়ী বরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর -এর প্রয়াণদিনে প্রণামের নামান্তরে পায়ের কাছে বিছিয়ে রাখলাম শ্রদ্ধার একগুচ্ছ পলাশ রঙ্গন কৃষ্ণচূড়ার পাশাপাশি অজস্র আলো।
তিনি ছিলেন সাহিত্যের স্তম্ভ, বহু শাখাপ্রশাখা পরিবৃত মহিরুহ, একাই একটি প্রতিষ্ঠান। একজন মানুষের মধ্যে অনেকগুলো বিরল প্রতিভার সৃষ্টিশীল মানুষের সমন্বয়ী অবস্থান _শিক্ষক পথপ্রদর্শক দার্শনিক কবি গীতিনাট্যকার ছড়াকার গল্পকার ঔপন্যাসিক প্রাবন্ধিক নাট্যকার গীতিকার সুরকার সংগীতশিল্পী অভিনেতা পরিচালক চলচ্চিত্রবেত্তা চিত্রশিল্পী ভাষাতাত্ত্বিক বৈয়াকরণ_ তাঁকে করেছে ভুবনভাসানো যশস্বী।
ভুবনভাবনায় মানবিকতায় কল্যাণচিন্তায় শুভময়তায় সুচেতনায় __ যুদ্ধের বিরুদ্ধে, মৌলবাদী ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে , সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্য সাম্যবাদ শান্তি ও সংহতির সপক্ষে এমন সোচ্চার বলিষ্ঠ নির্ভীক কণ্ঠস্বর সাম্প্রত সময়েও অনুকরণীয় অনুসরণীয় ও প্রাসঙ্গিক।
তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধা ও আত্যন্তিক প্রণাম ।
Comments :0