Body Recovered

মুন্ডুহীন দেহ উদ্ধারে চাঞ্চল্য দত্তপুকুরে

জেলা

চাষের জমি থেকে উদ্ধার হল যুবকের মুণ্ডহীন দেহ। পাশেই মিলেছে রক্তমাখা মদের গ্লাস এবং চিপসের প্যা কেট। সোমবার সকালে মুণ্ডহীন দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে  দত্তপুকুর থানার মালিয়াকুর বাজিতপুর এলাকায়। এদিন সন্ধ্যা পর্যন্ত যুবকের মুণ্ডুর কোনও হদিস পাওয়া যায়নি। মেলেনি পরিচয়ও। 
ওই এলাকায় জুয়া, হেরোইন ও মদেরঠেকের আসর দীর্ঘদিনের অভিযোগ স্থানীয়দের। সন্ধ্যের পর শুরু হয় বহিরাগতদের আনাগোনা। অতিষ্ঠ এলাকার মানুষজন দত্তপুকুর থানায় বহুবার অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু কোন সুরাহা হয়নি। এরই ফলস্বরুপ সোমবার এক অজ্ঞাতপরিচয় যুবকের মুন্ডুহীন দেহ ও যৌনাঙ্গ ওপরানো মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। এদিন সকালে চাষের জমিতে কাজ করতে গিয়ে কতিপয় কৃষক লক্ষ্য করেন চাষের ক্ষেতের পাশে মুন্ডুহীন মৃতদেহ পড়ে রয়েছে। তারাই ফিরে এসে গ্রামের মানুষকে খবর দেন। গ্রামের মানুষ পুলিশকে ঘটনাটা জানান। পরে পুলিশ এসে মৃন্ডুহীন মৃতদেহটি উদ্ধার করে। এদিন সকালে অজ্ঞাতপরিচয় যুবকটির মুন্ডুটির খোঁজে পুলিশ কুকুর নিয়ে আসে। ঘটনাস্থল ঘুরে পুলিশ কুকুর সুঁটি নদীর ধার পর্যন্ত পৌঁছায়। তারপর ফিরে আসে। পুলিশ এদিন জানিয়েছে ঘটনাস্থলে খুন হওয়া হাত পা বাধা যুবকের মৃতদেহের পাশ থেকে রক্তমাখা মদের গ্লাস উদ্ধার করেছে। মুণ্ডহীন দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কাটা মুন্ডুর খোঁজে চলছে তল্লশি। মৃত যুবকের বয়স আনুমানিক ৪০ বছর তবে পরিচয় জানা যায়নি। পুলিশের অনুমান মদের আসর বসেছিল রাতে। সেখানেই ওই যুবককে খুন করা হয়েছে। এই নৃশংসতা মৃতের পরিচয় লোপাট করতেই এমনটাই মনে করছে তদন্তকারী আধিকারিকরা।

Comments :0

Login to leave a comment