Poetry — ARINDAM GHOSH / MUKTADHARA - 14 NOVEMBER

কবিতা — ভাইফোঁটা / মুক্তধারা

সাহিত্যের পাতা

Poetry  ARINDAM GHOSH  MUKTADHARA - 14 NOVEMBER

মুক্তধারা

কবিতা

ভাইফোঁটা

অরিন্দম ঘোষ

ভাইয়ের কপালে দিয়ে ফোঁটা 
খুশির মাঝে আজ, 
ঠাট্টা থাকুক মজা থাকুক 
ঝগড়াতে নেই কাজ...

বাবা মায়ের সাথে আমরা 
এই দুই ভাই-বোন,
কেউ কাউকে ছাড়ার কথায় 
ভেজে চোখের কোণ...

প্রার্থনা করি ভাইয়া যেন 
দাঁড়ায় নিজের পায়ে,
মানুষ হয়ে চাকরি করে 
চলে নিজের আয়ে...

আমার মতো আরো অনেক 
আছে যে ভাইবোন ,
তাদের সবার প্রার্থনা এক 
মনে সারাক্ষণ...

Comments :0

Login to leave a comment