Rampurhat Co operative

প্রতিরোধী মেজাজে মনোনয়ন দাখিল বাম প্রগতিশীল প্রার্থীদের

জেলা


সোমবার সকাল থেকেই গেট আটকে রেখেছিল তৃণমূলের কর্মীরা। বিরোধীরা মনোনয়ন দাখিল করতে উদ্যত হলে লাগিয়ে দেওয়া হয় কোলাপসিপল গেটও। মনোনয়নে মরিয়া হয়ে ওঠেন বিরোধী প্রার্থীরা। তৃণমূল কর্মীদের সাথে রীতিমত ধস্তাধস্তি বাধে। টানাটানি, ধাক্কাধাক্কি করেই প্রতিরোধী মেজাজ নিয়ে শেষপর্জন্ত মনোনয়ন দাখিল করেছেন বাম প্রগতিশীল প্রার্থীরা। দীর্ঘ এই টানাপোড়েনের সময় পুলিশ ছিল স্রেফ দর্শক। 


এদিন সকালে রামপুরহাট সমবায় ও গ্রামোন্নয়ন ব্যাঙ্কের পরিচালন সমিতির নির্বাচনের মনোনয়ন ঘিরে ফের তৃণমূলের গা জোয়ারির সাক্ষী থেকেছে রামপুরহাট ডাকবাংলা পাড়া। সেই এলাকাতেই রয়েছে সমবায় ব্যাঙ্কের কার্যালয়। ব্যাঙ্কের পরিচালন সমিতি গঠনের নির্বাচন আসন্ন। সোমবার ও মঙ্গলবার তার মনোনয়ন দাখিলের দিন ধার্য হয়েছে। ৪১ আসন বিশিষ্ট পরিচালন সমিতির নির্বাচনে মনোনয়ন দাখিলের জন্য এদিন বাম প্রগতিশীল প্রার্থীরা হাজির হন ব্যাঙ্ক কার্যালয়ে। দেখা যায় ব্যাঙ্কের গেট আগলে দাঁড়িয়ে আছে তৃণমূলের কর্মীরা। বিরোধী প্রার্থীরা মনোনয়ন দাখিলের জন্য এগোতেই তাদের পথ আটকায় তৃণমূলীরা। লাগিয়ে দেওয়া হয়ে লোহার গেট। এরপরই ক্ষোভে ফেটে পড়েন বিরোধী প্রার্থী ও তাদের সমর্থকরা। রীতিমত হল্লাহল্লি শুরু হয়। গেট থেকে কোনমতেই সরতে চায় না তৃণমূল কর্মীরা। তখন বাধ্য হয়ে তাদের ঠেলে ভেতরে প্রবেশ করতে উদ্যত হয় বিরোধী প্রার্থীরা। বিরোধী প্রার্থীদের মনোনয়ন দাখিলের মরিয়া মেজাজে শেষমেশ হাল ছাড়েন তৃণমূল কর্মীরা। গেট আগলানোর নেতৃত্ব দেওয়া রামপুরহাট পৌরসভার কর্মী তথা তৃণমূল কর্মী অভিজিৎ মনি নিজেকে ব্যাঙ্কের ভোটার দাবি করে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান বিরোধী প্রার্থীদের পথ আগলাতে। শেষমেশ না পেরে তার মুখ দিয়ে শোনা যায়, ‘‘কোথায় গেলি রে আমাদের লোকজন। এই সময় এসে দাঁড়া। কাজের সময় কেউ নেই! ’’ তৃণমূল কর্মীদের হঠিয়ে বিরোধী প্রার্থীরা একে একে প্রবেশ করেন ব্যাঙ্কের ভেতরে। জানা গেছে, এদিন ২১ জন বাম প্রগতিশীল প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। বাকিরা মঙ্গলবার করবেন। মনোনয়ন ঘিরে বাদানুবাদ, ধস্তাধস্তি, ঠেলাঠেলি করে যখন বিরোধী প্রার্থীরা ব্যাঙ্কের অভ্যন্তরে প্রবেশ করেন তখন নিজের ভাবমূর্তি জাহির করতে হাজির হন রামপুরহাট পৌরসভার তৃণমূলের পৌরপ্রধান সৌমেন ভকত। তিনি এরপর ‘দায়িত্ব’ নেন পরিচয় পত্র দেখে দেখে ভেতরে প্রবেশ করানোর। সৌমেন ভকতের বক্তব্য, ‘‘মনোনয়ন দাখিলে কোনও বাধা দেওয়া হয় নি। বিরোধী প্রার্থীরা অবাধে ঢুকেছে। মনোনয়ন দাখিল করেছেন। ধস্তাধস্তি কিছু হয় নি। আমি নিজে থেকে লাইন করে ঢুকিয়েছি।’’  ঘটনাস্থলে উপস্থিত সিপিআই(এম) নেতা সঞ্জীব বর্মণ জানিয়েছেন, ‘‘মনোনয়ন দাখিলের প্রথম দিনে ব্যাঙ্কের গেটে এসে দেখা যায় তৃণমূল প্রভাবিত শেয়ার হোল্ডার ও প্রার্থীরা ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। পুলিশ ছিল নিরব দর্শক। 
 

Comments :0

Login to leave a comment