Poetry — ARUP GOSWAMI / MUKTADHARA

কবিতা — গনতন্তর / মুক্তধারা

সাহিত্যের পাতা

Poetry  ARUP GOSWAMI  MUKTADHARA

কবিতা মুক্তধারা

গনতন্তর

অরূপ গোস্বামী


মান খুয়ায়ে মুহ ছুঁপায়ে 
গনতন্ত্রর কুথায় গেলি ? 
হিদ মরমে লাজ শরমে 
গলার দড়ি নাইখ পেলি ? 
ভটের নামে জলের দামে 
লাশ পড়েছে ঝাঁকে ঝাঁকে 
পুলিশ বাবু ডরেই কাবু 
ছাপ্পা দিছে ফাঁকে ফাঁকে । 
বাংলা জুড়ে কবর খুঁড়ে 
গণতন্তের মুহটা কালা 
কাদের মারে লাইন ধারে 
ভট বাবুটা তিনটা ফালা । 


 

ইধার উধার দিনেই আঁধার 
ডাঙের গুঁতা বোমা গুলি 
ভটটা দিলে পৈসা মিলে 
ভট না দিলে পিছে শুলি । 
ছাগল ভেড়াও কচি ছিলাও 
জানতা ইবার জিতবে কে 
তবুও কেনে নিয়ম মেনে 
ভট করাতে ডর বুকে ? 
যা ভাগে যা দূর হয়ে যা 
গনতন্তর দেশ ছাড়ো 
আঁধার গলি রকত হোলি 
চলবে ইবার দেশ জুড়ে ।

Comments :0

Login to leave a comment