Poetry — BIJAN BEPARI / MUKTADHARA - 21 December

কবিতা — সাঁঝেরবেলা / বিজন বেপারী / মুক্তধারা

সাহিত্যের পাতা

Poetry  BIJAN BEPARI  MUKTADHARA - 21 December

মুক্তধারা

কবিতা

সাঁঝেরবেলা
বিজন বেপারী

দূর দিগন্তে ধোঁয়া ধোঁয়া
পাখির কলরব
আযান হাঁকে মুয়াজ্জিন ওই
রবির কিরণ ধপ।

কিশোররা সব খেলা ছেড়ে
বাড়ির পানে ধায়
জোর কদমে হাঁটছে পথিক
সন্ধ্যা হয়ে যায়।

সরষে ক্ষেতের প্রজাপতি
একটু খোঁজে রেশ
শীতের গরম পোশাক পড়ে
খুকির পরিবেশ।

বাদুড়গুলো অভুক্ত তাই
খুঁজতে থাকে ফল
কুকুরগুলো এলোমেলো 
পালায় শিয়াল দল।

বিজন বেপারী
ঝালকাঠি সদর, বরিশাল, বাংলাদেশ।

Comments :0

Login to leave a comment