Poetry — SUDIPTA BISWAS / MUKTADHARA

কবিতা — ভাবনা / মুক্তধারা

সাহিত্যের পাতা

Poetry  SUDIPTA BISWAS  MUKTADHARA

কবিতা / মুক্তধারা

ভাবনা
সুদীপ্ত বিশ্বাস

কারও চোখ খুব ভাল কারও চোখ অন্ধ 
কেউ বা শত্রু কারও মুখ দ্যাখা বন্ধ। 
কারও রঙ খুব সাদা কারও রঙ কালো 
কারও মাথা খুব মোটা কারও মাথা ভাল। 
কারও চুল মাথা ভরা কারও বড় টাক 
কারও নাক বোঁচা খুব, কারও উঁচু নাক। 
কারও স্বর খুব মিহি কারও মোটা গলা 
কারও জোটে রাশি রাশি কারও কাঁচাকলা। 
কুলে এসে কারও কারও ডুবে যায় তরি 
কি যে হয় কেন হয় ভেবে ভেবে মরি।

Comments :0

Login to leave a comment