Muktadhara

শুভ্রকান্তি চট্টোপাধ্যায়ের কবিতা

সাহিত্যের পাতা


অন্য পুজো 


শুভ্রকান্তি চট্টোপাধ্যায়

এই তো আবার পুজো এল সবার ঘরে 
হিমেল সকাল শিশির ছোঁয়া মাতাল মনে 
এই তো আবার বছর ঘুরে শিউলি ঝরে
কুমোরপাড়ায় মাটির গায়ে তুলির টানে ।

এই তো আবার সবার ঘরে রঙিন জামা
বেহালা আর গড়িয়াহাটে কেনাকাটি 
এই তো আবার ফুটপাতে সেই থমকে থামা 
সেই লোকটার আজও হাতে তোবড়া বাটি ।

এই তো আবার পুজো এল সবার ঘরে 
কত কিছু সাজার নেশায় শহর চসি 
এই তো আবার বছর ঘুরে কৃষক মরে 
কী যায় আসে শহুরে মানুষ বেজায় খুশি।

Comments :0

Login to leave a comment