Prachanda Appointed As Prime Minister

ফের নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড

আন্তর্জাতিক

Prachanda Appointed As Prime Minister

প্রধানমন্ত্রী পদে সিপিএন-মাওবাদী কেন্দ্রের চেয়ারম্যান পুষ্প কুমার দহল ‘প্রচণ্ড’-কে নিয়োগ করলেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারি। নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গড়তে পারেনি নেপালি কংগ্রেস। 

 

প্রচণ্ডের পক্ষে সমর্থন রয়েছে ২৭৫ সাংসদের মধ্যে ১৬৫ জনের। তাঁর নিজের দল সিপিএন-এমসি মোট ৩২টি আসন পেয়েছে। নেপালের কমিউনিস্ট পার্টি-এমালে ৭৮ সাংসদ নিয়ে সমর্থন জানিয়েছে প্রচণ্ডকে। আরও কয়েকটি দলের সমর্থন পেয়েছেন তিনি। এই নিয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসবেন প্রচণ্ড। 

এমালের সাধারণ সম্পাদক শঙ্কর পোখরেল সংবাদমাধ্যমে বলেছেন, সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গড়তে পারেনি নেপালি কংগ্রেস। সেই অবস্থায় এই সরকার গড়ার উদ্যোগ নেওয়া হয়। 

 

রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে যে সোমবার হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। সংবিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ সাংসদ এবং অন্তত দু’টি দলের সমর্থন প্রমাণ করতে হবে প্রচণ্ডকে। 

Comments :0

Login to leave a comment