Probandha — SOURAV DUTTA / MUKTADHARA / 15 November

প্রবন্ধ — ইনসাফযাত্রা…আগামীর তরুণ ব্রিগেড / মুক্তধারা

সাহিত্যের পাতা

Probandha  SOURAV DUTTA  MUKTADHARA  15 November

মুক্তধারা

প্রবন্ধ

ইনসাফযাত্রা…আগামীর তরুণ ব্রিগেড

সৌ র ভ  দ ত্ত

"ইনসাফের (ন্যায়ধর্মের) কথা তুললেন, হুজুর, এ-দুনিয়ায় ইনসাফ কোথায়? আর বে-ইনসাফি তো তারাই করেছে বেশী, যাদের খুদা ধনদৌলত দিয়েছেন বিস্তর৷--বহুভাষাবিদ সৈয়দ মুজতবা আলীর এ ভাষ্য প্রতিধ্বনিত হয় এখন বাংলার প্রতি ঘরে–দুনিয়ায় কোথায় ইনসাফ? এই আমাদের ইনসাফ যাত্রা–এ অস্থির কালবেলায় কেউ ভালো নেই–ওয়েল্যান্ডের বারুদগন্ধী রক্তাক্ত ভূমিতে "অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ"--সেখানে ছোট্ট কুঁড়ির মতো পাপড়ি  মেলছে 'ন্যায়ধর্ম' প্রতিষ্ঠার দাবি–ওরা হাঁটছে–হাঁটতে, হাঁটতে মুখগুলো ক্রমশ কালচে হয়ে আসে–কাশ্মীর থেকে কন্যাকুমারী ;কোচবিহার থেকে কোলকাতা সর্বত্র উঠছে সম্মিলিত আওয়াজ–i want to my justice–ছেলের ধুলোপড়া ভায়লিনে আবার সুর তুলছে সুদীপ্ত গুপ্তে'র বাবা–কামদুনির নির্যাতিতার পরিবার এখনো ন্যায় বিচারের জন্য তাকিয়ে এই ইনসাফ যাত্রায়–রেশন দুর্নীতি, গরুপাচার,গরিব মানুষের বেলাগাম খুনখারাবি,টাকা লুটের কার্ণিভাল–কর্পোরেট সংস্কৃতি–ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে অভিযাত্রার দিগ্বিদিকে লাল নিশান উড়ছে আকাশে–গান পয়েন্ট দাঁড়িয়ে ছেলের অসহায় মৃত্যুদৃশ্যের সাক্ষী আনিশ খানের বাবা মুষ্ঠিবদ্ধ হাতে বলে উঠছে–"মুঝে ভি ইনসাফ চাইয়ে"--অনশনরত চাকরি প্রার্থীদের করুণ মুখগুলো একে একে এসে জুড়ে যাচ্ছে মিছিলের অগ্রভাগে–দগ্ধ মণিপুর বলছে–"ইনসাফ কব মিলেগা"!

--সুটিয়ার শিক্ষক বরুণ বিশ্বাসের খুনে রাঙা বাংলার মাটি–শিক্ষায় নৈরাজ্যের বেড়াজাল ভেঙে ইনসাফ এনে দেবে আগামী  সকাল– আজ যন্ত্রণাদীর্ণ মানুষের একতার ধ্বনি ইনসাফ–ভগৎ সিং'-এর  দেশ, নেতাজী'র দেশ–রামমোহন,বিদ্যাসাগরের সমুজ্জ্বল অক্ষরমালা –অত্যাচারিত কৃষাণের লড়াইয়ে ইনসাফের লক্ষ্যভেদ–হিংসা-বিদ্বেষ চাই না, জাতের নামে চাই নাবজ্জাতি–উন্নততর ফ্যাসিবাদের চক্রান্তের বিপ্রতীপে– গণজাগরণের তরুণ ব্রিগেড ক্র্যাচ নিয়েও হাঁটছে–স্লোগানে মুখরিত–ইজরায়েল-প্যালেস্তাইন ভ্রাতৃঘাতী যুদ্ধ বন্ধ হোক –আর দেখতে চাই না গণকবর, দাউদাউ চিতার অগ্নিশলাকা–আদর্শহীন সরকারের শ্রেণিশোষণের প্রতিবাদে–ষাট দিনের ইনসাফ যাত্রায় চলো সকলে মিলে হাঁটি–জঞ্জাল পরিকীর্ণ "এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যেতে"--নির্বিচারে জল-জমি-জঙ্গল ধ্বংস রুখতে–হাতে হাত রেখে শক্ত ব্যারিকেড গড়ে  তুলি–"একটু পা চালিয়ে ভাই "… আজকের অন্ধকার পৃথিবীতে চলো সকলে অরুণোদয়ের গান গাই–"উই শ্যাল ওভার কাম…"

Comments :0

Login to leave a comment