‘ডবল ইঞ্জিন’ সরকার রাজ্যে। কিন্তু হরিয়ানায় পানীয় জলের বন্দোবস্ত হচ্ছে না বিস্তীর্ণ অংশে। বুধবার পানীয় জলের দাবিতেই রোহতকে বিক্ষোভ দেখালো সিপিআই(এম) এবং কংগ্রেস।
রাজ্যে বিজেপি’র সরকার। ক্ষোভ এড়াতে লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী বদলও করেছে বিজেপি। গতবার এ’রাজ্যে দশটি লোকসভা আসনের সবক’টিতেই বিপুল ভোটে জয়ী হয়েছিল বিজেপি।
এবার রাজ্যজুড়ে মানুষের দৈনন্দিন সঙ্কট সমস্যা নিয়ে সরব ‘ইন্ডিয়া’ মঞ্চ। যৌথ কর্মসূচি চলছে সর্বত্র। কৃষক বিক্ষোভেও শামিল হয়েছে ‘ইন্ডিয়া’।
সিপিআই(এম) এবং কংগ্রেস নেতৃবৃন্দ বলেছেন, তীব্র গরমে অসহ্য জলকষ্ট চলছে। প্রতিশ্রুতি দেওয়া হলেও পানীয় জলের বন্দোবস্ত নেই। বিক্ষোভে নেতৃত্ব দেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক সুরেন্দ্র সিং, পার্টিনেতা ইন্দ্রজিৎ সিং, নেত্রী জগমতী সাঙ্গোয়ান প্রমুখ। কংগ্রেস বিধায়ক বিবি বত্রা, শকুন্তলা খটকও যৌথভাবে নেতৃত্ব দিয়েছেন বিক্ষোভে। সরকারি আধিকারিকরা এসে নিয়েছেন দাবিপত্র। জলের বোতল আধিকারিকদের হাতে ধরিয়েছে নেতৃবৃন্দ। দেখিয়েছেন ঘোলা জলের নমুনা।
HARYANA 'INDIA'
স্বচ্ছ পানীয় জলও নেই হরিয়ানায়, বিক্ষোভ ‘ইন্ডিয়া’-র
×
Comments :0