QUIZZ / NatunPata — AML KAR / 23 NOVEMBER - ANS.

বলতে পারো — অমল কর / নতুনপাতা / সমাধান - ২৩ নভেম্বর

ছোটদের বিভাগ

QUIZZ  NatunPata  AML KAR  23 NOVEMBER - ANS

নতুনপাতা

বলতে পারো —  অমল কর 

সমাধান - ২৩ নভেম্বর

জিজ্ঞাসা 
১)২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেটে 
গ্ৰুপ লিগে কে কে ৫ উইকেট পেয়েছেন ?'
২)২০২৩ বিশ্বকাপ ক্রিকেটে গ্ৰুপলিগে
কোন্ ৪ জন ক্রিকেটার পাঁচশতাধিক রান
করেন? 
৩) মানুষের শরীরের সবচেয়ে ভারী অঙ্গ কোনটি?
৪)কবি -গীতিকার শ্যামল গুপ্ত একজন
কণ্ঠশিল্পীও ছিলেন? কোন্ কোম্পানি
থেকে মোট ক-টা গানের রেকর্ড ছিল তাঁর ?
৫)কোন্ দেশে কোনো নদী নেই ?
৬) বিশ্বের ৫টি উচ্চতম শৃঙ্গের নাম বলো।


সমাধান 
১)মোহঃ সামি ৫/১৮, রবীন্দ্র জাদেজা ৫/৩৩, শাহিন আফ্রিদি ৫/৫৪, মোহঃ সামি ৫/৫৪ ও সান্টনার ৫/৫৯__এবারের
বিশ্বকাপের গ্ৰুপ লিগে পাঁচ উইকেট পান।
২)২০২৩ বিশ্বকাপ ক্রিকেটের গ্ৰুপলিগে
নিম্নোক্ত ৪ জন পাঁচ শতাধিক রান করেন: বিরাট কোহলি (৫৯৪), ডি'কক(৫৯১),রাচিন রবীন্দ্রন (৫৬৫)
ও রোহিত শর্মা (৫০৩ ) ।
৩) লিভার মানুষের শরীরে সবচেয়ে ভারী অঙ্গ।
৪) কবি-গীতিকার হিসেবে খ্যাত হবার
আগে কণ্ঠশিল্পী হিসেবে এইচএমভি
কোম্পানি থেকে শ্যামল গুপ্ত-র ৪টি
গানের রেকর্ড প্রকাশিত হয়। 
৫) সৌদি আরবে কোনো নদী নেই 
৬)বিশ্বের ৫টি উচ্চতম শৃঙ্গ হল:
এভারেস্ট(৮৮৫০মিঃ),K2 পাক অধিকৃত
কাশ্মীর(৮৬১১মিঃ),
কাঞ্চনজঙ্ঘা
(৮৫৯৮মিঃ), লোৎসে (৮৫১৬ মিঃ) ও মাকালু( ৮৪৬৩ মিঃ)।

Comments :0

Login to leave a comment