QUZEE — AML KAR — NATUNPATA | 2 MAY 2024 ANS.

বলতে পারো — অমল কর — নতুনপাতা | ২ মে ২০২৪ সমাধান

ছোটদের বিভাগ

QUZEE  AML KAR  NATUNPATA  2 MAY 2024 ANS

বলতে পারো

অমল কর 

নতুনপাতা  

২ মে ২০২৪ সমাধান

জিজ্ঞাসা

১) ভারতে প্রথম মে দিবস উদযাপন হয় কবে, কোথায়?
২) ভারতের বিভিন্ন রাজ্যে কোন্ কোন্ নামে মে দিবস
পালিত হয়?
৩) সত্যজিৎ রায় রচিত ৫টি গল্প বইয়ের নাম বলো।
৪) সত্যজিৎ রায় প্রাপ্ত  সেরা ৫টি পুরস্কারের নাম বলো।
৫) কে ছিলেন কার্ল মার্কস?
৬) মার্কসবাদ কি?

সমাধান

১) ভারতে প্রথম মে দিবস উদযাপিত হয় 
১ লা মে ১৯২৩ সালে চেন্নাইতে(তামিল নাড়ু) হিন্দুস্তানের লেবার কিসান পার্টির পক্ষ থেকে কমরেড সিঙ্গারাভেলু চটিয়ার নেতৃত্বে মূলত 'আট ঘন্টা কাজ, আট ঘন্টা বিনোদন, আট ঘন্টা বিশ্রাম'-এর দাবিতে ,
শ্রমিকশ্রেণির অধিকার প্রচার ও শোষণ রোধের জন্য।
২) ভারতের কয়েকটি ভাষাভাষী রাজ্যে  বিভিন্ন নামে ১ লা মে উদযাপিত হয়। যেমন : মে দিবস (বাংলা), কামগার দিন( হিন্দি , মারাঠা), কারমিকা দিনোৎসবম (তেলেগু) , উজাইপালার ধিনাম (তামিল), থোঝিলালি দিনম (মালয়ালম), কারমিকারা দিনাচরানে (কন্নড়)।
৩) সত্যজিৎ রায় বিরচিত ৫টি বিশেষ গল্প বইয়ের নাম
ক) ফেলুদা সিরিজ 
খ) প্রোফেসর শঙ্কু 
গ) তারিণীখুড়োর গল্প 
ঘ) মোল্লা নাসিরুদ্দিনের গল্প
ঙ) একের পিঠে দুই।
৪) সত্যজিৎ রায় প্রাপ্ত সেরা ৫ টি পুরস্কার: অস্কার(১৯৯১-৯২) আজীবন সম্মাননা পুরস্কার, ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা 'লিজিয়ন অব অনার,ভারত রত্ন, দাদাসাহেব ফালকে পুরস্কার, ব্রিটিশ একাডেমি ফিলম  অ্যাওয়ার্ড( পথের পাঁচালী,১৯৫৮,
অপরাজিত, ১৯৫৯ ও অপুর সংসার,১৯৬২)।
৫) কার্ল হাইনরিক মার্কস (জন্ম ০৫-০৫-১৮১৮, প্রয়াণ ১৪-০৩-১৮৮৩) ছিলেন জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ, ইতিহাসবেত্তা, সমাজবিজ্ঞানী,
সাংবাদিক, রাজনৈতিক তাত্ত্বিক, সমাজতান্ত্রিক বিপ্লবী,এবং কয়েকটি আকরগ্ৰন্থ প্রণেতা।
৬) সমাজ অর্থনীতি ও রাজনীতি সংক্রান্ত কার্ল মার্কস-এর তত্ত্বসমূহ (অর্থনৈতিক ও আর্থ-রাজনৈতিক বিশ্ববীক্ষা __যা মূলত তিন খণ্ডে 'দাস ক্যাপিটাল', ফ্রেডরিখ এঙ্গেলস -এর সাথে যুগ্মভাবে লেখা 'কমিউনিস্ট ম্যানিফেস্টো',  এবং 'ঐতহাসিক বস্তুবাদ' ইত্যাকার গ্ৰন্থে ও বহু প্রবন্ধে নির্দেশিত) মার্কসবাদ নামে পরিচিত।

Comments :0

Login to leave a comment