রাত পোহালেই বাইশ গজের মহাযুদ্ধ, বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। আহমেদাবাদে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।
ইতিমধ্যেই উত্তেজনার আঁচে গা সেঁকতে শুরু করেছেন গোটা দেশের ক্রিকেটপ্রেমীরা। পিছিয়ে নেই কলকাতাও। ধর্মতলার ময়দান মার্কেট চত্বরে যেন সাজো সাজো রব।
ক্রিকেটপ্রেমীরা ভিড় জমাচ্ছেন দোকানে দোকানে। একজন ক্রেতা জানালেন, "ইন্ডিয়া ফাইনালে উঠেছে। জার্সি কিনতেই হবে।" আরেকজন ক্রেতা বললেন, "আমরাই জিতব। আজকে ফ্ল্যাগ এবং জার্সি সব বাড়ি নিয়ে যাব।"
অন্যদিকে, বিক্রেতারাও দারুণ খুশি। তাঁরা বলছেন, "ভালো লাগছে। ফ্যানদের জন্যই তো আমাদের সব জিনিস। শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, কারখানাতে আরও অর্ডার দিতে হবে।"
সুতরাং, বোঝাই যাচ্ছে যে উত্তেজনা একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে। স্বভাবতই, এই ম্যাচটি যে হাড্ডাহাড্ডি হতে চলেছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। তাই আগামীকাল বাইশ গজের মহাযুদ্ধ যে আক্ষরিক অর্থেই এক মেগা লড়াই হতে চলেছে, সেই কথা বলাই বাহুল্য।
Comments :0