শেষকৃত্য সেরে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু ২ জনেন। ঘটনায় আহত আরও ১০। বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া থানা এলাকার ফকিরপাড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে।
স্থানীয় ও পুলিশ সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গিয়েছে, এদিন সকালে বাউড়িয়া থেকে এক মহিলার মৃতদেহ দাহ করে ফিরছিল একটি গাড়ি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ১৬ নম্বর জাতীয় সড়কে থাকা একটি লাইটপোস্টে ধাক্কা মারে। সেই সময় ওই গাড়িটির পিছনে ধাক্কা মারে বালি থেকে দিঘাগামী আরেকটি গাড়ি। মৃতদেহ দাহ করে আসা ওই গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ২জনের। দুটি গাড়ির ১০ যাত্রী আহত হন। ক্ষতিগ্রস্ত হয় গাড়ি দুটি, একেবারে দুমড়ে মুচড়ে যায়।
স্থানীয় আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে পাঠাবার ব্যাবস্থা করেন। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম প্রশান্ত পাঠক ও বুলান ধাড়া। বাগনানের বাসিন্দা। আহতরা উলুবেরিয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ গাড়ি দুটিকে আটক করেছে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় ১৬ নম্বর জাতীয় সড়কে।
Uluberia Accident
উলুবেড়িয়ায় পথ দুর্ঘটনায় মৃত দুই, জখম ১০
×
Comments :0