জানাতে হবে নির্বাচনী বন্ড নম্বরও। স্টেট ব্যাংককে ভর্ৎসনা করে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
স্টেট ব্যাংক বারবারই নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য আড়ালের চেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন স্টেট ব্যাংকের দেওয়া তথ্য প্রকাশ করে। কিন্তু কোন দল কোন ব্যবসায়িক সংস্থার থেকে কত টাকা পেয়েছে তাকে আড়ালে রাখা হয়।
দুটি আলাদা তালিকা দেওয়া হয়। একটিতে জানানো হয় কোন সংস্থা কত টাকার বন্ড কিনেছে। অপরটিতে জানানো হয় কোন রাজনৈতিক দল কত টাকা পেয়েছে। কিন্তু বন্ড নম্বর নেই। ফলে কোন দলকে কোন সংস্থা কত টাকা দিয়েছে বোঝা যায়নি।
শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে স্টেট ব্যাংককে বলেছে যে তথ্য অসম্পূর্ণ। জানাতে হবে বন্ড নম্বরও।
বৃহস্পতিবার বেশি রাতে কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে দুটি তালিকা।
এই মামলায় আবেদনকারী সিপিআই(এম)।
Electoral bond
বন্ড: কার থেকে কে কত টাকা পেয়েছে জানাতে হবে
×
Comments :0