জলপাইগুড়ি জেলার ২১৮টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়ার বিরোধিতা করে গত ২৬ এপ্রিল এসএফআই ডিপিএসসি অভিযান করে। তার ঠিক এক সপ্তাহ পর শাসকদলের চাপে পুলিশের পক্ষ থেকে গত ৩ এপ্রিল ৯ টি ধারার জামিন অযোগ্য মিথ্যা মামলা দায়ের করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এসএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক অরিন্দম ঘোষ , কোচবিহারের জেলা সম্পাদক প্রণয় কার্যী ও এসএফআই’য়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের নামে।
সেই মামলা থেকে শুক্রবার জেলা আদালত থেকে জামিন মঞ্জুর হলো প্রণয় কার্যী এবং অরিন্দম ঘোষের। সৃজন ভট্টাচার্যের শারীরিক অসুস্থতার কারণে তিনি জলপাইগুড়ি আদালতে উপস্থিত হতে পারেনি। পরবর্তীতে তিনি জামিনের আবেদন করবেন বলে জানিয়েছেন আইনজীবি শঙ্কর দে।
Comments :0