STORY — MANISH DEB / MUKTADHARA / Iam MERY

গল্প — আমি মেরী / মনীষ দেব / মুক্তধারা

সাহিত্যের পাতা

STORY   MANISH DEB  MUKTADHARA   Iam MERY

মুক্তধারা

গল্প  

আমি মেরী  

মনীষ দেব 

 

যীশু, 
  ইহুদী যীশু — আজ বড়দিন। 
  পৃথিবী পথে পথে।
  আমি মেরী — আজকের মেরী। তুমি ইহুদী বলে কোনও বিশেষ কৌতুহল নেই আমার! নেই — রাগ-অভিমান-ঘৃণা। শুধু জানতে ইচ্ছে করে — খুব জানতে ইচ্ছে করে, তোমার ইহুদী উত্তরপুরুষরা জানে তো ইহুদী অর্থ?
  একদিন ইহুদী নিধন ছিল — হায় হিটলারের মৃগয়া, আজ ইহুদীদের লক্ষ্য — প্যালেস্তাইন! এক অন্য মৃগয়া — এক স্তব্ধ পৃথিবী।
  অভিধানের পাতা উল্টে দেখি — ইহুদী — মানে প্রশংসাকারী, কিন্তু কার প্রশংসা করবো — ইহুদী যীশু? 
আমার যীশু গুলিবিদ্ধ। আমার যীশু বোমায় ছিন্ন ভিন্ন। আমার যীশু, পাথরে করবে শয়ান। সে আর আমায় আর — মা বলে ডাকবে না। আজ মেরী-ক্রিশমাস এবং এক মেরী'র গল্প — যীশু, ইহুদী যীশু এই বড়দিন চাইনি।
        ইতি — 
        আজকের নিহত যীশুর মা — আমি মেরী।

Comments :0

Login to leave a comment