SHYAMALI PRADHAN and JAHANARA KHAN

নিবিড় প্রচারে লাল ঝান্ডার শ্যামলী, জাহানারা (ভিডিও)

জেলা

কেতুগ্রামে প্রচারে বোলপুরের সিপিআই(এম) প্রার্থী শ্যামলী প্রধান।

বীরভূমের বোলপুর এবং পশ্চিম বর্ধমানের আসানসোল, দুই কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থীদের নিয়ে চলছে নিবিড় প্রচার। কখনও মিছিল, জনসভা। আবার কখনও পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি প্রচার করছেন দুই মহিলা প্রার্থী।  
প্রথম প্রচারেই কেতুগ্রাম-১ এলাকায় ঝড় তুললেন শ্যামলী প্রধান। বোলপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী শ্যামলী প্রধান। বারবার সন্ত্রাসের মুখে পড়া কেতুগ্রামেই বৃহস্পতিবার প্রচার চালান তিনি। 


কেতুগ্রাম বিধানসভা এলাকার কোমরপুর গ্রামে নির্বাচনী প্রচার শুরু করেন প্রধান। কেতুগ্রামের এই এলাকার মানুষ তৃণমূলের দুষ্কৃতীদের সন্ত্রাস প্রতিরোধ করে রুখে দাঁড়িয়েছেন। এদিন ৬ কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় মানুষের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস লড়াইয়ের বার্তা স্পষ্ট করেছে। বিকেল চারটেয় কোমরপুর বাসস্ট্যান্ড থেকে বাদ্যযন্ত্র সহ প্রচার মিছিল শুরু হয়। তপতী মাঝি, অনুরূপা মাঝি, ফাল্গুনী মাঝির মতো মহিলারা শাঁখ বাজিয়ে, পুষ্পস্তবক দিয়ে তাঁদের প্রিয় প্রার্থীকে অভ্যর্থনা জানান। 
বৃহস্পতিবারই আসানসোল লোকসভার বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী জাহানারা খানকে নিয়ে প্রচার চলল উখড়া খান্দরা কোলিয়ারী এলাকায়। নিবিড় প্রচার চলে সারাদিন ধরে। বিজেপি’র কোলিয়ারী বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে জোট বাঁধছেন শ্রমিকরা। বিকালে বিশ্বেশ্বরী কোলিয়ারীর সহিস পাড়াযর সভাতে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দক্ষিণ খন্ডও গ্রামে প্রচার করেন জাহানারা।

Comments :0

Login to leave a comment