Students Health Home

মালদহে স্বাস্থ্যের জন্য পথ হাঁটল ছাত্রছাত্রীরা

জেলা

শনিবার মালদহে পদযাত্রা স্টুডেন্টস হেলথ হোমের।

‘‘হাঁটো সুস্বাস্থ্যের সন্ধানে, বাঁধো মানবতার বন্ধনে’’।  এই স্লোগানকে সামনে রেখে স্টুডেন্টস হেলথ হোম, মালদহ আঞ্চলিক কেন্দ্রের পরিচালনায় দুশো ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নিয়ে বর্ণময় পদযাত্রা শহর পরিক্রমা করে। 

পদ যাত্রার সমাপ্তি অনুষ্ঠান হবে কলকাতায়, ৭ এপ্রিল। ওই দিনই বিশ্ব স্বাস্থ্য দিবস। কলকাতায় কেন্দ্রীয় অনুষ্ঠান হবে। 

পদযাত্রার মূল উদ্দেশ্য, ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের অধিকার অক্ষুণ্ণ রাখা। স্টুডেন্টস হেলথ হোম একাধিক পরিষেবা চালু করেছে সব অংশের মানুষের জন্য। যেমন ন্যায্য মূল্যের হাসপাতাল, মানসিক চিকিৎসা কর্মশালা, হাতে কলমে স্বাস্থ্য পরীক্ষা প্রশিক্ষণ কর্মসূচি। এগুলি চালু রাখা। 

এছাড়াও মালদা আঞ্চলিক স্টুডেন্টস হেলথ হোম কেন্দ্রে প্রতিদিন মাত্র ৫ টাকার বিনিময়ে সদস্য ছাত্রছাত্রীদের চিকিৎসার ব্যবস্থা চালু রয়েছে। হেলথ হোমের সংগঠকরা জানান, এই পরিষেবা চালু রাখা হবে। 

Comments :0

Login to leave a comment