Jalpaiguri Students Health Home

স্কুল-কলেজে মানসিক স্বাস্থ্য সচেতনতা গড়তে নামছে হেলথ হোম

জেলা

জলপাইগুড়িতে স্টুডেন্টস হেলথ হোমের অনুষ্ঠান

জলপাইগুড়িতে চিকিৎসার ক্লিনিক চালু করছে স্টুডেন্টস হেলথ হোম। রবিবার হেলথ হোমের জন্য জলপাইগুড়িতে রক্ত দিলে ৬০ ছাত্রছাত্রী। জলপাইগুড়ির স্কুল কলেজে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার কাজও করবে বলে জানিয়েছেন হেলথ হোমের সাধারণ সম্পাদক ডা. পবিত্র গোস্বামী। 

জলপাইগুড়িতে ক্লিনিকের উদ্বোধন হয়েছে আজই। সব বয়সের মানুষই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন বলে জানাচ্ছেন সংগঠকরা।

আবার এদিনই উত্তর ২৪ পরগনায় ডিওয়াইএফআই টেক্সম্যাকো দেশপ্রিয় নগর আঞ্চলিক কমিটির শ্রীপল্লী বটতলা অঞ্চলে রক্তদান শিবির করে। রক্ত সংগ্রহ করতে আসেন সাগর দত্ত মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের কর্মীরা। যুবনেতা সপ্তর্ষি দেব, প্রিয়তোষ ঘোষ, নুর আলম, অঙ্কিতা দত্ত চৌধুরী। গণতান্ত্রিক আন্দোলনের নেতা ঝন্টু মজুমদারও আসেন শিবিরে। এই রক্তদান শিবিরেও ৬০ জন রক্তদান করেন।

টেক্সম্যাকোতে যুব রক্তদান শিবির। ছবি: অভিজিৎ বসু।

Comments :0

Login to leave a comment