Tamim Iqbal suffers a heart attack

তামিম ইকবাল মাঠেই হৃদরোগে আক্রান্ত, ভর্তি হাসপাতালে

খেলা

Tamim Iqbal suffers a heart attack while playing in the Dhaka Premiere League

খেলার মাঠে আবারও হৃদরোগের ঘটনা ঘটল। এবার বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালের প্রবল হৃদরোগের খবর পাওয়া গিয়েছে। তিনি সাভারের ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন।
বুকে তীব্র ব্যথা অনুভব করায় তাঁকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিস চৌধুরী জানান, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। তবে বর্তমানে অবস্থা স্থিতিশীল। তামিমের হার্টে ভালই ব্লক পাওয়া গিয়েছে। 
তামিমের দল মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম জানিয়েছেন, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনার চেষ্টা করা হয়। কিন্তু হেলিকপ্টারে তোলার মতো পরিস্থিতি না থাকায় নামী ক্রিকেটারকে ফজিলাতুন্নেসা হাসপাতালেই ভর্তি করা হয়েছে।
এদিনের ম্যাচে, শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। অধিনায়ক হিসেবে টসও করেছিলেন। তারপর বুকে ব্যথা হওয়ায় দ্রুত তাঁকে মাঠের বাইরে নিয়ে এসে চিকিৎসা করা হয়।এরই মধ্যে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই ও বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার হাসপাতালে গিয়েছেন।

Comments :0

Login to leave a comment