Gujarat High Court judge recuse herself from Rahul Gandhi case

রাহুল গান্ধীর মামলা থেকে সরে দাঁড়ালেন গুজরাট হাইকোর্টের বিচারপতি

জাতীয়

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন গুজরাট হাইকোর্টের বিচারপতি গোপি। প্রসঙ্গত মামলাটির শুনানি হওয়ার কথা ছিল তাঁরই বেঞ্চে। কিন্তু তিনি বুধবার ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নেন। গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতিকে নতুন বিচারপতির অধীনে মামলাটির শুনানি করার আর্জি জানান। 

 

রাহুল গান্ধী কর্নাটকে মন্তব্য করেছিলেন ‘সব চোরদের নামের পরে মোদী’ কেন। হাজার কোটি টাকা জালিয়াতিতে অভিযুক্ত ললিত মোদী, নীরব মোদী প্রসঙ্গে এই মন্তব্য ঘিরে গুজরাটে দায়ের হয় মানহানি মামলা। সেই মামলায় তাঁর দু’বছরের কারাদণ্ড হওয়ায় সাংসদ পদ বাতিল হয়েছে। শাস্তিতে স্থগিতাদেশের চেয়ে হাইকোর্টে আবেদন জানান তিনি।  নিম্ন আদালতের মূল রায় বহাল রেখেছে সুরাটের নগর দায়রা আদালত। 

Comments :0

Login to leave a comment