প্রথম দফার ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই কোচবিহারে তৃণমূল এবং বিজেপির সংঘাতে উত্তপ্ত চাঁদমারি।
এদিন সকালে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে পাথর ছোড়াছুড়িকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। একজন আহত হয়েছে এই ঘটনায়।
বেলা ৯টা পর্যন্ত কোচবিহারে ভোট পড়েছে ১৫.২৬ শতাংশ, আলিপুরদুয়ার ১৫.৯১ শতাংশ, জলপাইগুড়িতে ১৪.১৩ শতাংশ।
লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে। কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদাম্বরম, তাঁর ছেলে কার্তি পি চিদাম্বরম, কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত, আরএসএস প্রধান মোহন ভাগবত, তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আন্নামালাই এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সহ বেশ কয়েকজন বিশিষ্ট নেতা ও ব্যক্তিত্ব ভোট দিয়েছেন।
সকাল ৯টা পর্যন্ত তামিলনাড়ুতে ভোটদানের হার ৮.২১ শতাংশ, উত্তরাখণ্ডে ১০.৪১ শতাংশ, অরুণাচল প্রদেশে ৪.৯৫ শতাংশ, মেঘালয়ে ১২.৯৬ শতাংশ, রাজস্থানে ১০.৬৭ শতাংশ এবং পশ্চিমবঙ্গে ১৫.৯ শতাংশ।
Comments :0