Rabindranath

রবীন্দ্রনাথের প্রতি

সাহিত্যের পাতা

To Rabindranath

রবীন্দ্রনাথের প্রতি

বুদ্ধদেব বসু

তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে 
হে বন্ধু, হে প্রিয়তম।    সভ্যতার শ্মশান-শয্যায় 
সংক্রামিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায় ; 
প্রাণলক্ষ্মী নির্বাসিতা।    রক্তপায়ী উদ্ধত সঙিনে 
সুন্দরেরে বিদ্ধ ক'রে, মৃত্যুবহ পুষ্পকে উড্ডীন 
বর্বর রাক্ষস হাঁকে, ‘আমি শ্রেষ্ঠ, সব চেয়ে বড়ো।'
দেশে-দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থরোথরো 
উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ।

প্রাণ রুদ্ধ, গান স্তব্ধ।    ভারতের স্নিগ্ধ উপকূলে 
লুব্ধতার লালা ঝরে। এত দুঃখ, এ-দুঃসহ ঘৃণা- 
এ-নরক সহিতে কি পারিতাম, হে বন্ধু, যদি না 
লিপ্ত হ'তো রক্তে মোর, বিদ্ধ হতো গূঢ় মর্মমূলে 
তোমার অক্ষয় মন্ত্র।     অন্তরে লভেছি তব বাণী, 
তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে, জানি।

Comments :0

Login to leave a comment