Tortoise Rescued

বলাগড়ে উদ্ধার বিপন্ন প্রজাতির তারকা কচ্ছপ‌‌

জেলা

Tortoise Rescued বলাগড় থানার পক্ষ থেকে কচ্ছপ টিকে তুলে দেওয়া হচ্ছে বন দপ্তরের হাতে। ছবি অভীক ঘোষ।


বলাগড় থেকে উদ্ধার হলো বিপন্ন প্রজাতির ভারতীয় তারকা কচ্ছপ। উদ্ধার হওয়া কচ্ছপ তুলে দেওয়া হয় বন দপ্তরের হাতে। রবিবার রাতে হুগলির বলাগড় থানা এলাকার সোমড়া বাজার এলাকা থেকে কচ্ছপ টি উদ্ধার হয়। ভারতীয় তারকা কচ্ছপ হল ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার স্থানীয় একটি বিপন্ন কচ্ছপ প্রজাতি যেখানে এটি শুষ্ক এলাকা এবং বনে বাস করে। এই কচ্ছপ টি ২০১৬ সাল থেকে আইইউসিএন রেড লিস্টে দুর্বল হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। 


বলাগড় থানার ওসি সমর দে জানান রবিবার রাত্রে সোমড়া এলাকার মানুষ কচ্ছপ টিকে ঘুরতে দেখে থানায় খবর দেয়। আমরা গিয়ে দেখি এটা সত্যি বিরল প্রজাতির কচ্ছপ। সেখান থেকে উদ্ধার করে থানা তে নিয়ে আসা হয়। বন দপ্তরকে খবর দেওয়া হয়। তাদের হাতে নিয়ম মেনেই কচ্ছপ টিকে তুলে দেওয়া হবে। আমরা চাই বিপন্ন প্রজাতির এই প্রণীদের রক্ষা করতে।


সোমবার সকালে চুঁচুড়া বন দপ্তরের আধিকারিক প্রদীপ কুমার পাড়ই এর হাতে বলাগড় থানার পক্ষ থেকে কচ্ছপ টিকে তুলে দেওয়া হয়। তিনি জানান এটি একটি বিপন্ন প্রজাতির কচ্ছপ। আমরা বন দপ্তরের পক্ষ থেকে উলুবেরিয়াতে  যে আমাদের পশু সংরক্ষণ কেন্দ্র আছে সেখানে এটিকে রাখা হবে।
 

Comments :0

Login to leave a comment