Two Arrested

আগ্নেয়াস্ত্র সহ গোয়ালপোখরে গ্রেপ্তার ২

জেলা

Two Arrested


মঙ্গলবার রাতে গোয়ালপোখর থানার পান্জিপারা ফাঁড়ির পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র কারবারের সাথে যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার  পাশাপাশি একটি অত্যাধুনিক একনলা বন্দুক ও প্রচুর কার্তুজ উদ্ধার করে। ধৃতের নাম মহ: নওশাদ ও মোঃ আলম। বাড়ি লাড়ু খাওয়া গ্রামে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই দুই ব্যক্তি বিহার থেকে গোপনে বন্দুক এনে তা বিক্রি করতো। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের বাড়ি হানা দেয় এবং একটি অত্যাধুনিক বন্দুক সহ কুড়ি রাউন্ড উদ্ধার করে। পুলিশ আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


 

Comments :0

Login to leave a comment