সামরিক সংঘাতের সম্ভাবনার মাঝেই ভারত ও পাকিস্তানের শীর্ষস্তরে বার্তা পাঠালো রাষ্ট্রসংঘ।
বুধবার সকালেই কেন্দ্রীয় মন্ত্রিসভার সুরক্ষা বিষয়ক কমিটির বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক রয়েছে।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন যে ভারত ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে সামরিক হামলা শুরু করতে পারে পাকিস্তানে। এই মন্ত্রীর দাবি, ভারতের পরিকল্পনা সম্পর্কে পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে।
গত বাইশে এপ্রিল পাহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানকে দায়ী করেছে ভারত। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করলেও ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত কূটনৈতিক স্তরে জানিয়ে দিয়েছে পাকিস্তানকে।
এর মধ্যেই ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তনিয় গুতেরেস। পহেলগামে হামলার ঘটনার নিন্দা করেছেন তিনি। গুতেরেস কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও।
শরিফ এই বার্তালাপ সম্পর্কে বলেছেন, পহেলগামে হামলার কড়া নিন্দা জানিয়েছি আমরা। তবে পাকিস্তানকে জড়িয়ে যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন জানিয়েছি রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবকে।
এদিকে জয় শংকর জানিয়েছেন যে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব এর সঙ্গে আলোচনার সময়ে এই জঘন্য ঘটনার জন্য দায়ী কারা তাদের চিহ্নিত করার প্রয়োজন সম্পর্কে কথা হয়েছে। দায়ীদের চিহ্নিত করার প্রশ্নে সহমত মহাসচিব।
Pahalgam UN
সামরিক সংঘাতের সম্ভাবনার মাঝে দু'দেশে ফোন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের

×
Comments :0