IAS Topper

আইএএস পরীক্ষার শীর্ষে মহিলারা

জাতীয়

IAS Topper আইএএস প্রবেশিকা পরীক্ষায় প্রথম ঈশিতা কিশোর।

২০২৩ ইউপিএসসি পরীক্ষার শীর্ষস্থান মহিলাদের দখলে। মঙ্গলবার প্রকাশিত আইএএস পরীক্ষার ফলাফল অনুযায়ী শীর্ষে থাকা প্রথম চারজনই মহিলা। 

পরীক্ষায় প্রথম হয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ঈশিতা কিশোর। দ্বিতীয় হয়েছেন গড়িমা লোহিয়া, তৃতীয় হয়েছেন উমা সারথী এন এবং চতুর্থ স্মৃতি মিশ্র। প্রথম ২৫ জনের মধ্যেও মহিলাদের সংখ্যাই বেশি। ১৪ জন মহিলা ও ১১ জন পুরুষ রয়েছেন প্রথম পঁচিশে। এই নিয়ে টানা তিন বছরে ইউপিএসসির এই পরীক্ষায় শীর্ষে থাকছেন মহিলারা।

যদিও সার্বিক ফলাফলে মোটেও পিছিয়ে নেই পুরুষরাও। চলতি বছরে মোট ৯৩৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন ইউপিএসসি পরীক্ষায়। তার মধ্যে ৬১৩ জন পুরুষ ও ৩২০ জন মহিলা রয়েছেন। সফল পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ার, অর্থনীতিবিদ, বিজ্ঞানী ও কলা বিভাগের ছাত্রছাত্রীরাও।

Comments :0

Login to leave a comment