প্রয়াত জনপ্রিয় অভিনেতা শরৎ বাবু। ১৯৭৩ সালে একটি তেলেগু ছবিতে অভিনয় করে চলচ্চিত্র জগতে অভিষেক হয়েছিল তাঁর। দক্ষিণের একাধিক ভাষায় বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁব বয়স হয়েছিল ৭১। বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন তিনি। চলতি মাসেই হাসপাতালে ভর্তি হন তিনি। সোমবার সকালে হায়দরাবাদের গাচ্ছিবাওলির এআইজি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর অভিনেতার মালটি অর্গান ফেলিওর হওয়ার কারণেই মৃত্যু হয় শরৎ বাবুর। তাঁর মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে সিনেমা জগতে।
এদিন আরো এক অভিনেতা মডেল, কাস্টিং কোঅর্ডিনেটর আদিত্য সিং রাজপুতের মৃত্যু হয়েছে। আন্ধেরিতে তাঁর বাড়ির বাথরুমে তাঁকে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জানা যায় তাঁর মৃত্যু হয়েছে। ড্রাগের ওভারডোজের কারণে অভিনেতার মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। আদিত্য সিং রাজপুত একজন মডেল এবং অভিনেতা হিসাবে কাজ শুরু করেছিলেন। দুই অভিনেতার মৃত্যুতে মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে ফ্লিম ইন্ডাস্ট্রিতে।
Comments :0