Judges Signature Caught

বিচারকের স্বাক্ষর জাল করে গ্রেপ্তার মহুরী

জেলা

Judges Signature Caught


বিচারকের সই জাল করার অভিযোগে গ্রেপ্তার এক মহুরী। হাওড়া আদালতের এক  বিচারকের সই জাল করার অভিযোগ ওঠে আদালতের এক মহুরীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে অমিত দেবনাথ নামে এক মহুরীকে হাওড়া আদালত চত্তর থেকে গ্রেপ্তার করে হাওড়া থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে প্রতারণা সহ একাধিক ধারায় মামলা শুরু করেছে হাওড়া থানার পুলিশ। বুধবার আদালতে তাকে পেশ করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে পকসো আদালতের বিচারাধীন অমিত ধানুকা হাওড়া সংশোধনাগারে বন্দি।  অমিত ধানুকাকে  জামিন করানোর নামে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সই নকল করে রিলিজ অর্ডার তৈরি করে মহুরী অমিত দেবনাথ। জামিনের অর্ডার হাওড়া জেলা সংশোধনাগারে পাঠানো হলে সন্দেহ হয় সংশোধনাগারের আধিকারিকদের। কারণ মঙ্গলবার হাওড়া আদালতে কর্মবিরতি ছিলো আইনজীবীদের। এছাড়াও  জামিনের অর্ডারে সই থাকার কথা পকসো আদালতের বিচারকের। কিন্তু জামিনের অর্ডারে সই  ছিলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের। তদন্ত করে পুলিশ জানতে পারে এটা নকল রিলিজ অর্ডার। কারা কারা এই ঘটনার সাথে যুক্ত তা জানতে তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ।

Comments :0

Login to leave a comment