biri works

মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবিতে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ

জেলা


নায্য অধিকার বুঝে নিতে রবিবার সিআইটিইউ’র ডাকে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ বিড়ি শ্রমিকদের। তাদের দাবি বিড়ি শ্রমিকদের মজুরি হাজার প্রতি ২৬৮টাকা অবিলম্বে দিতে হবে। সমস্ত বিড়ি শ্রমিকদের পিএফ’র অন্তর্ভুক্ত করেতে হবে। তারাপুর হাসপাতালে বিড়ি শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা চালু করতে হবে।  শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে এদিন রঘুনাথগঞ্জে উমরপুর ৩৪নং জাতীয় সড়কের পাশে সিআইটিইউ’র ডাকে অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি হয়। দুই বছর আগে ২০২১ সালের ২৮সেপ্টেম্বরে শেষ বারের মতো হয়েছে বিড়ি শ্রমিক সংগঠনগুলি ও মালিক সংগঠনের মধ্যে চুক্তি। সেই চুক্তি অনুযায়ী হাজার বিড়ি বেঁধে ১৭৮ টাকা মজুরি পাওয়ার কথা বিড়ি শ্রমিকদের। ২০২১ সালের ২৫ অক্টোবর থেকে চুক্তি কার্যকল হলেও এখনও বহু বিড়ি মালিক সেই মজুরিটুকুও দেন না। অন্যদিকে প্রতিদিন কমছে সেই মজুরি। কোথাও ১৫০ টাকা, কোথাও ১৬০ টাকার বিনিময়ে হাজার বিড়ি বাঁধতে হচ্ছে শ্রমিকদের। মজুরির দাবি করলেই শুনতে হচ্ছে কাজ ছেড়ে দেওয়ার নিদান। যতো দিন যাচ্ছে,  কমছে বিড়ি শ্রমিকদের মজুরি। পাল্লা দিয়ে বাড়ছে বিড়ি মালিকদের বৈভব। বিড়ির ব্যবসা বাড়িয়ে শিক্ষা, স্বাস্থ্য বিক্রি করছে মালিকরা। কিন্তু বাড়ছে না মজুরি। আর কম মজুরি মানা যাবে না। প্রয়োজনে হবে বৃহত্তর আন্দোলন। মুর্শিদাবাদের সাজুর মোড় ও উমরপুর মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে মালিক, শ্রমিক সংগঠনগুলিকে হুঁশিয়ারি দিল বিড়ি শ্রমিকরা।

Comments :0

Login to leave a comment