বৃহস্পতিবার ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে নামতে চলেছেন ঋদ্ধিমান সাহা। ঠিক চারদিন পরেই অবসরের তালিকায় নাম নথিভুক্ত করবেন ঋদ্ধি। ইতি টানবেন তার ১৭ বছরের বর্ণময় ক্যারিয়ারের। ২০০৭ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত খেলে চলেছেন নিজস্ব ছন্দেই। পাঞ্জাব ম্যাচ শুরুর আগেই সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি তাকে সংবর্ধনা দেন।সতীর্থদের সই করা একটি জার্সি তুলে দেওয়া হয় ঋদ্ধির হাতে।তার অবসরের খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন বাংলা ও ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও।ফেসবুকে তিনি বলেছেন ' ঋদ্ধি যা অর্জন করেছে তার জন্য ওর গর্ব হওয়া উচিত । বাংলার হয়ে শেষ ম্যাচ খেলার জন্য ওকে অভিনন্দন '।
নিজের বর্ণময় ক্যারিয়ারে শৈলশহর শিলিগুড়ির ঋদ্ধি বাংলা ও ভারতীয় দলের হয়ে করেছেন প্রচুর রান। ২০১০ সালে ৬ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে তার অভিষেকে ঘটেছিল। ওই বছরেই ২৮নভেম্বরে একদিনের ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ঘটেছিল তার। ৪০টি টেস্টে ৫৬ ইনিংসে করেছেন ১৩৫৩ রান। একদিনের ক্রিকেটে ৯ ম্যাচে করেছেন ৪১ রান। আইপিএল ক্যারিয়ারে ১৭০ ম্যাচে করেছেন ২৯৩৪ রান। সৌরভের পরবর্তী সময়ে বাঙালি ক্রিকেটার হিসেবে ভারতীয় দলের একমাত্র মুখই হয়ে উঠেছিলেন ঋদ্ধিমান। হরিয়ানার কাছে হারের পর ইতিমধ্যেই রঞ্জি থেকে বিদায় নিয়েছে বাংলা দল। কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে বাংলার ক্রিকেটপ্রেমীদের ইডেনমুখী করবে ঋদ্ধির অবসরের সংবাদ।
মন্তব্যসমূহ :0