কলকাতা শহরের ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। বৃহস্পতিবার সন্ধ্যা ইএম বাইপাস সংলগ্ন রাস্তায় ব্যাস্ত সময় প্রকাশ্যে একজন মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে দেখা যায় এক যুবককে। স্থানীয় সূত্রে খবর রাত সাড়ে আটটা নাগাদ একজন মহিলা একটি গাড়ি থেকে নেমে প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করেন তার পিছন পিছন একই গাড়ি থেকে একটি যুবক নেমে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে তার হাতে আঘাত করে, তারপর তার গলায় আঘাত করেন। আহত অবস্থায় ওই মহিলা স্থানীয় একটি ওষুধের দোকানে চিকিৎসার জন্য ঢুকে পড়লে এলাকার বাসিন্দারা ওই যুবক এবং তার সাথে থাকা দুজন ব্যাক্তি যাদের মধ্যে একজন মহিলা তাদেরকে ঘিরে ধরেন এবং পুলিশের হাতে তুলে দেয়।
প্রগতি ময়দান থানার পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় ইতিমধ্যে তারা দুজনকে গ্রেপ্তার করেছে। আহত অবস্থায় ওই মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে এন আর এস হাসপাতালে চিকিৎসার জন্য। সংকট জনক অবস্থায় তিনি রয়েছেন।
কি কারণে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনা ফের রাতের কলকাতায় নারী নিরাপত্তা চিত্র স্পষ্ট করছে বলেই মনে করছেন অনেকে।
 
                                         
                                    
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0