খড়দহ পুষ্প প্রদর্শনী ২৫ বছরে পা দিল। আয়োজক কমিটি রবিবার রক্তদান শিবির করে। রক্ত দেন ১৫০ জনের বেশি। রক্ত সংগ্রহ করেন বারাকপুর বিএন বোস হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা।
প্রয়াত কল্যাণ মুখার্জি এই পুষ্প প্রদর্শনী কমিটির প্রতিষ্ঠাতা সম্পাদক। তাঁকে স্মরণ করা হয় শ্রদ্ধার সঙ্গে।
রক্তদান শিবিরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়ন্ত সাহা। উদ্বোধন করেন চিকিৎসক এবং পিপলস রিলিফ কমিটির সম্পাদক ফুয়াদ হালিম। ছিলেন ডাক্তার গৌতম মুখার্জী, গোপাল ভট্টাচার্য প্রমুখ
অনেকে রক্ত দান করতে এসেও ফিরে যান। এমনই অংশগ্রহণ ছিল এলাকায়।
Blood Donation Khardah
পুষ্প প্রদর্শনীর ২৫ বছরে, রক্তদান ১৫০ জনের
রবিবার অনুষ্ঠানে ফুয়াদ হালিম এবং আয়োজকরা।
×
Comments :0