Two Drowned

ভাগীরথীতে নেমে নিখোঁজ দুই কন্যা শ্রমিক

জেলা

ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে বুধবার বেলা সাড়ে দশটা নাগাদ নিখোঁজ হয়ে যায় দুই পরিযায়ী শ্রমিক। নিখোঁজ হওয়া প্রতিমা কুমারী মাঝি (১৮) ও মালতি কুমারী মাঝির(১৬) বাড়ি বিহারের নওদা জেলার একটি গ্রামে। তাঁরা ছমাস আগে বাবা মার সঙ্গে কালনার নন্দগ্রামের একটি ইট ভাটায় ইট তৈরির কাজ করতে এসেছিল। 
নিখোঁজ মালতি কুমারির বাবা রতন মাঝি ও আর এক প্রত্যক্ষদর্শী ইন্দল মাঝি জানান, ভাটার পাশ দিয়ে বয়ে যাওয়া ভাগীরথী নদীতে এদিন চারজন মেয়ে স্নান করতে যায়। নদীর জলে নেমে প্রতিমা ও মালতি ডুবে যায়। বাকি দুজন কোনরকমে ডাঙায় উঠে চিৎকার শুরু করে দেয়। প্রাথমিকভাবে জলে নেমে তাদের হদিস মেলেনি। খবর পেয়ে কালনার বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা ঘটনাস্থলে এসে তাদের সন্ধানে জলে নামে। কিন্তু দীর্ঘক্ষন অনুসন্ধানের পরও তাদের সন্ধান মেলেনি।

Comments :0

Login to leave a comment