Hawkers Eviction

হকার উচ্ছেদের বিরুদ্ধে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল

রাজ্য

রাজ্যজুড়ে হকার উচ্ছেদের বিরুদ্ধে শিলিগুড়ির হিলকার্ট রোডে সিআইটিইউ'র প্রতিবাদ মিছিল। ছবি রাাজু ভট্টাচার্য।

‘হকারদের পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ করা চলবে না’ স্লোগানকে সামনে রেখে রাস্তায় নেমে মিছিল করলো শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার বিকেলে সিআইটিউই দার্জিলঙ জেলা কমিটির পক্ষ থেকে হিলকার্ট রোড অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিল হাসমিচক হয়ে হিলকার্ট রোড ধরে সেবক মোড় ঘুরে ফের অনিল বিশ্বাস ভবনের সামনে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন মোহন পান্ডা, বিমল পাল, জয় চক্রবর্তী, সুবিমল ঘোষ, তিলক গুন, তুফান ভট্টাচার্য সহ অন্যান্যরা। 
পুর্নবাসন না দিয়ে যেভাবে নিরীহ হকারদের ওপর বুলডোজার চালানো হচ্ছে তার বিরোধীতা করে সিআইটিইউ দার্জিলিঙ জেলা সভাপতি মোহন পান্ডা বলেন, ‘‘হকার উচ্ছেদের বিরুদ্ধে আমরা। গরীব মানুষদের উচ্ছেদ করা হলে পরিবার নিয়ে কি খাবে তারা। বিভিন্ন জায়গায় সময় না দিয়েই উচ্ছেদ করা হচ্ছে। কর্পোরেট সেক্টরের অঙ্গুলী হেলনেই ছোট ছোট হকারদের ওপর আক্রমণ নামিয়ে এনেছে তৃণমূল সরকার। বামফ্রন্টের সময়ে পুর্নবাসন দেবার চেষ্টা হয়েছিলো।’’ হকার উচ্ছেদের বিরুদ্ধে সাধরণ গরীব মানুষদের সুষ্ঠু পুর্নবাসন দেবার দাবি জানিয়ে তিনি বলেন, হকার উচ্ছেদের বিরুদ্ধে সিআইটিইউ লাগাতার আন্দোলনে রাস্তায় থাকবে।

Comments :0

Login to leave a comment