লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ হয়েছে। দিল্লি পুলিশের তরফে সোমবার এমটাই জানানো হয়েছে। গত ১০ নভেম্বর দিল্লিতে বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়। গত বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় বিলাল নামে আরেকজন মারা যাওয়ার ফলে মৃতের সংখ্যা দাঁড়ায় ১৩। এদিন আরও দুজনের মৃত্যু হয়েছে এবং অনেকে এখনও চিকিৎসাধীন বলে জানানো হয়েছে প্রসাশনের তরফে।
লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় ২০ জনের বেশি জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে এখনও কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ওইদিন সন্ধ্যায় একটি ধীর গতির গাড়িতে বিস্ফোরণ হয় লালকেল্লার সামনে। বিস্ফোরণে ওই গাড়িটির ছাদ উড়ে যায়। পুরো গাড়িটি মুহূর্তে আগুনের গোলায় পরিণত হয়। বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি গাড়ি এবং পথচারীরা জখম হন। আহত ২০ জনের মধ্যে ছিলেন, শাইনা পারভিন, হারসুল শেঠি, শিবা জয়সওয়াল, লুকমান, সমীর, যোগিন্দর, ভবেশ কুমার শর্মা, গীতা প্রসাদ, বিনয় পাঠক, পাপ্পু, বিনোদ, মহম্মদ সাহিওয়ালা, কিশোরীলাল, অক্ষয় শর্মা, মহম্মদ ফারুক, তিলক রাজ, মহম্মদ সাইফুল, মহম্মদ দাউদ, মহম্মদ খালিক, আসাদ ও বিলাল। বিস্ফোরণে আহত দু'জনের সোমবার এলএনজেপি হাসপাতালে মৃত্যু হয়েছে। ওই দু'জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ১৫ হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতদের নাম লুকমান (৫০)এবং বিনয় পাঠক(৫০)। দিল্লি পুলিশ এদিন জানিয়েছে, হাসপাতাল থেকে তারা সর্বশেষ মৃত্যুর তথ্য পেয়েছে। দুটি মৃতদেহের ময়নাতদন্ত শীঘ্রই করা হবে।
Red Fort Blast
দিল্লি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৫
×
Comments :0