CEO

এসআইআর-এ কোনও ওটিপি লাগবে না, প্রেস বিজ্ঞপ্তি কমিশনের

রাজ্য

এসআইআর প্রক্রিয়ায় ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছেই। সেই আশঙ্কা বস্তুত স্বীকার করছে নির্বাচন কমিশনও। সোমবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে কোনও ওটিপি চাওয়া হবে না। 
দেশজুড়ে এমনিতেই ‘ডিজিটাল ফ্রড’-র ছড়াছড়ি। চলছে ‘ডিজিটাল অ্যারেস্ট’। টাকা খোয়াচ্ছেন বহু নাগরিকই। এসআইআর প্রক্রিয়ায় মোবাইল নম্বর প্রকাশ করে দেওয়ায় এর মধ্যেই ক্ষোভ জানিয়েছেন বিএলও-রা। ফর্মে নাগরিকদের জন্যও মোবাইল নম্বর দেওয়ার জায়গা রয়েছে। ব্যক্তিগত এই তথ্যের যথার্থ সংরক্ষণ না হলে ফাঁস হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে।   
সোমবার বিবৃতিতে বলা হয়েছে, ভারতের নির্বাচন কমিশন বা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় কারোর থেকে কোনও রকম ওটিপি চাইবে না। এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের জন্য কোনও মোবাইল নম্বরে কোনও ওটিপির প্রয়োজন নেই।
 
উল্লেখ্য, বর্তমান ডিজিটাল ফ্রডের একাধিক ঘটনা সামনে এসেছে। এসআইআরের ফলে সেই সমস্যা আরও দেখা যেতে পারে বলে আশঙ্কা একাংশের।

Comments :0

Login to leave a comment