Polit Bureau SIR

এসআইআর-এ বৈধ কোনও ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, বিবৃতিতে পলিট ব্যুরো

জাতীয়

এসআইআর’র মাধ্যমে যাতে কোনও বৈধ ভোটদাতার নাম বাদ না যায় তার জন্য পূর্ণ উদ্যমে সক্রিয় থাকবে সিপিআই(এম)। রবিবার পলিট ব্যুরোর বিবৃতিতে একথা বলা হয়েছে।
পলিট ব্যুরো বলেছে, সজাগ থাকতে হবে যাতে বিজেপি এবং নির্বাচন কমিশনের যোগসাজশে ভুয়ো ভোটদাতার নাম তালিকায় ঢুকিয়ে না দেওয়া হয় সে ব্যাপারেও। 
এদিন পলিট ব্যুরোর বিবৃতিতে বিহার নির্বাচন প্রসঙ্গে বলা হয়েছে যে বিজেপি-কে পরাজিত করতে হলে বিরোধী দলগুলিকে জনবিরোধী নীতির বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যেতে হবে। নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব সম্পর্কে অভিযোগ বিশদে খতিয়ে দেখবে সিপিআই(এম)। এসআইআর আচমকা চালু করা এবং অন্য কী কী বিষয় কাজ করেছে খতিয়ে দেখা হবে।
পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্যে এসআইআর প্রক্রিয়া প্রসঙ্গে বলা হয়েছে, বিজেপি-আরএসএস’র রাজনৈতিক প্রকল্প নির্বাচন কমিশনের মাধ্যমে কার্যকর করা হচ্ছে। লক্ষ লক্ষ ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়ার পরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়েছে। 
এদিন বিবৃতিতে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানানোর পাশাপাশি ধর্মীয় মেরুকরণের প্রয়াসকে কড়াভাবে মোকাবিলার দাবি জানানো হয়েছে। 
কেরালা সরকারকে অতি দারিদ্র মোচনের সাফল্যে অভিনন্দন জানানোর পাশাপাশি বিদ্যুৎ বিল সম্পর্কে সতর্ক করা হয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলা, দলিত এবং আদিবাসীদের ওপর আক্রমণের প্রতিবাদ জানানো হয়েছে। জানানো হয়েছে কেন্দ্রীয় কমিটির বৈঠক হব ১৬-১৮ জানুয়ারি তিরুবনন্তপুরমে।

Comments :0

Login to leave a comment