এসএসসির নতুন ইন্টারভিউ তালিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হলেন শিক্ষকদের একাংশ। সোমবার হাইকোর্টে শিক্ষকদের পক্ষ থেকে মামলা করা হয়েছে এই মর্মে যে, এসএসসির ইন্টারভিউয়ের তালিকায় নাম রয়েছে অযোগ্যদের। তাদের অভিযোগ পুরো নম্বর পেয়েও নতুন পরীক্ষার্থীদের অনেকে ইন্টারভিউয়ে ডাকা হয়নি। কিন্তু অনেকে প্রাথমিক স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা দেখিয়ে অতিরিক্ত ১০ নম্বর পেয়ে গিয়েছেন তাদের ডাকা হয়েছে।
মামলাকারিদের কথায় নিয়োগ সংক্রান্ত যেই নির্দেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তা এখানে মানা হচ্ছে না। আগামী বুধবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার রাতে এসএসসির একাদশ-দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হয়। তালিকায় দেখা গিয়েছে ২০ হাজার জনের নাম থাকলেও নতুন পরীক্ষার্থীদের মধ্যে অনেকে ৬০-এ ৬০ পেয়েও ইন্টারভিউয়ে ডাক পায়নি।
এ বছর একাদশ-দ্বাদশে শূন্যপদ ছিল ১২,৪৪৫টি। লিখিত পরীক্ষার পর ২০ হাজার পরীক্ষার্থীর নামের তালিকা প্রকাশিত হয়েছে। এই ২০ হাজার চাকরিপ্রার্থীকে প্রথমে নথি যাচাইকরণ এবং পরে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
Comments :0